সাজানো গোছানো এক চিলতে বারান্দায় বসে চা-কফি পান করা কিংবা আড্ডা দিতে কার না ভালো লাগে! শহরের কংক্রিটের ঘর-বাড়িতে বারান্দা যেন এক চিলতে মুক্ত বাতাস। তাই বাড়ি হোক বা ফ্ল্যাট এটিকে সুন্দর করে সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের নানা মুহূর্তের সাক্ষী এই বারান্দা। ভাল লাগা বা মন খারাপের স্মৃতির আসা যাওয়া, সব কিছুর নীরব স্বাক্ষী এই বারান্দা। কিন্তু সাজাবো বললেই তো আর হয় না।
অনেকেরই ধারণা, বারান্দা সাজাতে অনেক বেশি খরচ হয়। তবে চাইলেই কিন্তু কম খরচে আপনার এক চিলতে বারান্দা সাজিয়ে পরিপাটি করে রাখতে পারেন।
বারান্দা সাজাবেন কীভাবে?
ফুল গাছ ও ছোট ছোট টবে লাগা গাছ
পুরো বারান্দায় ছোট-বড় টবে বাহারি ফুল গাছ লাগাতে পারেন। আবার বারান্দার গ্রিলেও ছোট ছোট টবগুলো ঝুলিয়ে দিতে পারেন। আবার বড় গাছের টবগুলো রাখুন বারোন্দার কোণায়। প্লাস্টিকের টবও এখন বেশ জনপ্রিয়, চাইলে সেগুলোতেও গাছ লাগাতে পারেন। তবে অবশ্যই গাছের যত্ন নিতে হবে।