জীবনে জ্বর হয়নি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আসলে জ্বর কোনো রোগ নয়; বরং রোগের লক্ষণ। বিভিন্ন কারণেই শরীরের তাপমাত্রা বাড়তে পারে। এর প্রধান কারণ জীবাণুর সংক্রমণ।
সংক্রমণ শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এর মূলে থাকে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি। ইনফেকশন বা সংক্রমণ ছাড়াও জ্বর হতে পারে, বিশেষ করে বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু ডিজিজ, লিম্ফোমা, এমনকি ক্যানসারে। আশ্চর্য হলেও সত্য, ওষুধ সেবনের কারণেও জ্বর হয়।
কোনো রোগী কৃত্রিমভাবে থার্মোমিটারের তাপমাত্রা বাড়িয়ে জ্বর দেখাতে পারে। এ রোগীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। অনেক রোগী জ্বর না থাকলেও জ্বর জ্বর লাগে বলে অভিযোগ করেন এবং ঘন ঘন চিকিৎসকের কাছে যান। তাঁদের কোনো পরীক্ষায় কিছুই ধরা পড়ে না। তাঁদেরও মনো-বিশ্লেষণ দরকার। আবার কিছু ক্ষেত্রে জ্বরের কারণ সহজে খুঁজে পাওয়া যায় না।