চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) আবাসন প্রকল্পে পাহাড় বেচে ৩৮ কোটি টাকার বেশির ভাগ পকেটে ভরার সব আয়োজন করেছিলেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এ জন্য জাগৃককে প্রকল্প নেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে ক্ষমতার প্রভাব খাটিয়েছেন তিনি। পাহাড়ের জমির আমমোক্তারনামাও নেওয়া হয়েছিল একজনের নামে। জাগৃকের সূত্রে এসব জানা গেছে।
সূত্র বলেছে, প্রকল্প এলাকার ৭০ শতাংশ পাহাড় ও ৩০ শতাংশ জলাধার হওয়ায় বিভিন্ন সংস্থার আপত্তিতে এই প্রকল্প প্রথমে বাতিল করা হয়েছিল। কিন্তু হাছান মাহমুদের চাপে আগের মতামত বাদ দিয়ে নতুন করে প্রকল্প অনুমোদন করানো হয়। প্রাথমিক কাজও শুরু হয়।
প্রকল্পটি হলো ‘চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় সাইট অ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।’ রাঙ্গুনিয়া ড. হাছান মাহমুদের নির্বাচনী এলাকা। আগেরবার তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনিও আত্মগোপনে রয়েছেন।