আইফোন ডিজএবল হলে কী করবেন তা জানলে ডিভাইস ‘লক আউট’ হওয়ার ভয় এড়ানো সম্ভব।
কিন্তু ডিজএবল বিষয়টা আসলে কী?
একাধিক ভুল পাসওয়ার্ড বা পিনকোডের জন্য আইফোন ডিজএবল হয়ে যেতে পারে। কয়েকবার ভুল পাসওয়ার্ড লিখলে আইফোন নির্দিষ্ট সময়ের জন্য সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এই অবস্থাকেই বলে ডিজএবল হওয়া। ফের একই ভুল করলে এ সময়সীমা বেড়ে দাঁড়ায় এক ঘণ্টা।