ছাত্র-জনতার বিপ্লবের পর প্রতিবিপ্লবের চেষ্টা করা হলে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো ‘অস্তিত্ব থাকবে না’ বলে হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
ক্ষমতা হারানো দলটির নেতারা নিজেদের টিকিয়ে রাখতে চাইলে আন্দোলনকারীদের বিরুদ্ধে না দাঁড়ানোরও পরামর্শ দিয়েছেন ছাত্র আন্দোলনের এই নেতা।
সারজিস বলেন, “ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা যদি করে, আমরা বলে দিচ্ছি, ৫ অগাস্ট যা দেখেছেন, এর পরে আপনাদের আর অস্তিত্ব থাকবে না। যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলার স্পর্ধা দেখাবেন না।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘রেজিস্ট্যান্স উইকের’ অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে কথা বলছিলেন সারজিস।