শুরুটা হয়েছে ওয়ারশতে। আজ রাতে ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল দিয়ে ২০২৪-২৫ মৌসুম শুরু করছে রিয়াল মাদ্রিদ। আতালান্তার বিপক্ষে পোল্যান্ডের রাজধানীতে খেলা ম্যাচটি দিয়ে ঠাসা সূচির পথে হাঁটা শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে এই পথচলার শেষ যে কবে এবং কোথায়, সেটা আপাতত অজানা।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ৭টি প্রতিযোগিতায়, ম্যাচ খেলতে হতে পারে ৭২টি। তবে এত বেশি ম্যাচ খেলার জন্য সময় ১১ মাসেরও কম। এত বেশি ম্যাচ যাদের জন্য দুশ্চিন্তার, সেই খেলোয়াড়দের কিন্তু ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচও খেলতে হবে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সামনে নতুন মৌসুম হাজির হয়েছে অস্বস্তির চোখরাঙানি দিয়েই। অধিনায়ক দানি কারভাহাল তো বিরক্ত মুখে বলেই দিয়েছেন, ‘এ সবের কোনো মানে হয় না।’