যাত্রাবাড়ীতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা দুই তরুণকে হত্যা করল কারা?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ০৮:৪৭

পুড়ে ধ্বংসস্তূপ হয়ে যাওয়া যাত্রাবাড়ী থানা থেকে কালি-ঝুলি মাখা অবস্থায় দুই তরুণকে উদ্ধার করে বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন কয়েকজন। তাদের একজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন, আরেকজন ১১টার দিকে মারা যান। তাদের গায়ে অনেকগুলো ‘ছিলা-কাটা’ ও ‘নীলা-ফুলা’ জখম পাওয়ার কথা উল্লেখ করে পুলিশের করা সুরতহাল প্রতিবেদনে তাদের ‘মারপিট’ করার কথা বলা হয়েছে।



নিহত তরুণরা হচ্ছেন ১৯ বছর বয়সী সাইদুল ইসলাম ইয়াসিন ও ২০ বছর বয়সী সাইদ আরাফাত শরিফ। পুলিশ বলছে, তাদেরকে নিয়ে আসা ব্যাক্তিরা ‘গণপিটুনি’তে মৃত্যুর তথ্য জানিয়েছে।


দুই তরুণই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যাত্রাবাড়ী থানা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানা পাহারা দেওয়ার কাজ করছিলেন বলে স্বজনেরা জানাচ্ছেন। তাদের অভিযোগ, স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us