দেশের ব্যাংক খাত দুর্বল হয়ে পড়ার পেছনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেরই বড় দায় দেখছেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর।
আর্থিক খাতকে ঠিক করাই এখন ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ মন্তব্য করে তিনি বলেছেন, “ব্যাংক খাত যদি দুর্বল হয়ে যায়, বাংলাদেশ ব্যাংকই সেজন্য দায়ী। বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব নৈতিকতা রয়েছে, সেই মোতাবেকে বাংলাদেশ ব্যাংককে কাজ করতে দিতে হবে।”
বাংলাদেশের ত্রয়োদশ গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার নিজের দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুর।
তিনি বলেন, “সরকারের যখন পতন হয়, ব্যাংক খাতেরও পতন ঘটেছে। সরকারের পক্ষ থেকেই ব্যাংক খাতকে অনিয়মের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। আগের সরকার ব্যাংক খাতকে দুর্বল করে দিয়েছে। তাই এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।”
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা আহসান মনসুর এমন এক সময়ে গভর্নরের দায়িত্ব নিলেন, যখন আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা নিজেই অনিয়মে জড়িয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।