রাজনৈতিক কারণে প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের আরও দুই স্তরের পদোন্নতি আসছে। বিসিএস বিভিন্ন ব্যাচের উপসচিব ও যুগ্মসচিব পদের কর্মকর্তাদের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। এরকম ১৫০ উপসচিব ও ১০০ যুগ্মসচিবের পদোন্নতিরবিষয়ে আজ বুধবার রাতেই ও কাল বৃহস্পতিবার রাতে প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন আভাস মিলেছে।
ইতিমধ্যে গতকাল মঙ্গলবার রাতে বঞ্চিত ১১৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এসব পদোন্নতির মাধ্যমে হাসিনা সরকারের আমলে বঞ্চিত বিএনপি-জামায়াত ঘরানার কর্মকর্তাদের ক্ষোভ-অসন্তোষ কমানোর চেষ্ঠা করছে সরকার।
বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে বিসিএস একাদশ ব্যাচ থেকে ২৯তম ব্যাচ রয়েছে। ইতিমধ্যে উপসচিব পদে পদোন্নতি হয়েছে। আজকালের মধ্যে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদেও পদোন্নতি হবে। এর মধ্যে গত রাতে যারা উপসচিব হয়েছেন তারা এবং আগের যারা বঞ্চিত উপসচিব আছেন তারা যুগ্মসচিব পদে পদোন্নতি পাবেন। একইভাবে অতিরিক্তি সচিব পদেও পদোন্নতি হবে।