কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে নিজস্ব হার্ডওয়্যারে সমন্বিত করে সম্প্রতি এআই সক্ষমতাওয়ালা নতুন শ্রেণির উন্নত পিক্সেল স্মার্টফোন উন্মোচন করেছে গুগল।
ফোনের বিভিন্ন আপগ্রেডের মধ্যে রয়েছে ‘পিক্সেল-ওনলি’ নামের একটি ফিচার, যা ব্যবহারকারীকে স্ক্রিনশটে থাকা বিভিন্ন তথ্য খোঁজার সুবিধা দেয়। এ ছাড়া, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপে গুগলের চ্যাটবট জেমিনাই সমন্বিত করে বিভিন্ন প্রশ্নের জবাব পাওয়ার বা কনটেন্ট বানানোর সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“এআই নিয়ে এখন পর্যন্ত অনেক ‘শিগগিরই আসছে’ ধাঁচের প্রতিশ্রুতি এলেও সেগুলো বাস্তব জগতে প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ছিল না। এজন্য আমরা এ প্রযুক্তির বাস্তব ব্যবহার নিয়ে সামনে এসেছি,” বলেন গুগলের ‘ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস’ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ।