নারীর হৃদরোগের ঝুঁকি, জেনে নিন লক্ষণ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১৪:২৪

হৃদরোগ প্রধানত পুরুষ সমস্যা হিসাবে বিবেচিত হয়, তবে এটি সমানভাবে নারীদের জন্যও গুরুতর। হৃদরোগ বিশ্বব্যাপী নারীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ, তবুও অনেকেই ঝুঁকির মধ্যে ফেলে এমন নির্দিষ্ট লক্ষণ এবং কারণ সম্পর্কে অবগত নন। এর লক্ষণ বোঝা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে সুস্থ থাকা সহজ হয়। তাই এক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।



যদিও পুরুষ এবং নারী একই রকম হার্ট অ্যাটাকের লক্ষণ অনুভব করতে পারে, তবে নারী বেশিরভাগ ক্ষেত্রে সূক্ষ্ম এবং কখনো কখনো অ্যাটিপিকাল লক্ষণের মুখোমুখি হন, যা আবার বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষা করা হয়।  চলুন জেনে নেওয়া যাক নারীদের হৃদযন্ত্রের সমস্যার লক্ষণ-


বুকে অস্বস্তি


এক্ষেত্রে নারী তীক্ষ্ণ বুকে ব্যথা, বুকে অস্বস্তি, চাপ বা এক ধরনের চাপা সংবেদন অনুভব করতে পারে। থেমে থেমে আসতে পারে। বিশেষজ্ঞরা বলেন, বুকের অস্বস্তির কোনো প্রকারকে নিছক বদহজম বা মানসিক চাপ বলে উড়িয়ে দেবেন না, বিশেষ করে যদি এটি ক্রমাগত হতে থাকে।


শ্বাসকষ্ট


নারীরা হালকা শারীরিক ক্রিয়াকলাপ বা বিশ্রামের সময়ও শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। এই উপসর্গটি সহজেই উদ্বেগ বা ফিটনেসের অভাবের জন্য ভেবে ভুল হতে পারে, তবে উপেক্ষা করা উচিত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us