গাজায় যুদ্ধবিরতি চুক্তিই শুধু ইরানকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে—এমনটাই জানিয়েছেন ইরানের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইরানের রাজধানী তেহরানে গত মাসের শেষের দিকে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনার পর থেকে ইরান–ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছেছে। বারবার হামলার হুমকি দিয়ে আসছে তেহরান। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া।
হামাসপ্রধান হানিয়াকে হত্যার পেছনে ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ করেছে তেহরান। এ অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে ওয়াশিংটন।