গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।
গোয়েন্তা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার রাতেই ঢাকার মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। বুধবার তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে।
তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে কত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে তা নিশ্চিত করতে পারেননি গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ।