হ্যামস্ট্রিং চোটে পড়েছেন বেন স্টোকস। বাকি ইংলিশ গ্রীষ্মে আর খেলতে পারবেন না এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলিভার পোপ।
ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা ‘দা হান্ড্রেড’-এ রোববার নর্দান সুপারচার্জার্সের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান স্টোকস। দ্রুত একটি রান নিতে গিয়ে মাটিতে পড়ে যান এবং বাম পা চেপে ধরেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর সাপোর্ট স্টাফের দুজন সদস্যের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এই তারকা। পরে ডাগআউটে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
মঙ্গলবার স্ক্যান রিপোর্টে তার বাম হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে তাই খেলতে পারবেন না তিনি। ম্যানচেস্টারে আগামী ২১ অগাস্ট শুরু হবে এই সিরিজ। এক বছরের বেশি সময় ধরে স্টোকসের ডেপুটি হিসেবে কাজ করা পোপ এবার করবেন অধিনায়কত্ব।