পুরোদমে ৯৯৯ সেবা চালু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪, ১২:৪২

পুলিশি সেবা চালুর নানা উদ্যোগের মধ্যে এক সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম।


সরকার পতনের সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা যেমন ভেঙে পড়েছিল, তেমনই ভাটা পড়েছিল জরুরি সেবার হটলাইন কার্যক্রম। থানা পুলিশ মাঠে না থাকায় ৯৯৯ স্বল্প পরিসরে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা চালু রেখেছিল।


মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ‘পূর্ণমাত্রায়’ চালু হয়েছে।



এ বিষয়ে জানতে চাইলে ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল থেকেই আমাদের পুরোপুরি সেবা চালু হয়েছে। এখন পুরোদমে একেবারে আগের মতোই স্বাভাবিক আছে।


"৫ অগাস্ট পর্যন্ত আমাদের সব সেবা স্বাভাবিকই ছিল। কিন্তু ৬ অগাস্ট থেকে এ কয়দিন থানা পুলিশ না থাকায় আমাদের সেবা কিছুটা ব্যাহত হয়। গতকাল থেকেই আমরা আবার স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করেছি।"


ছাত্র-জনতার গণ আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us