ছয় দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৭ জনকে বহিষ্কার

প্রথম আলো প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪, ১২:১৫

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে গতকাল রোববার গাজীপুর ও সাতক্ষীরা জেলা যুবদলের তিনজন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের মোট ৬৭ জনকে বহিষ্কার করা হয়েছে।


রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশে শুরু হয় সহিংসতা। দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনগুলো।


গত ছয় দিনে ১৯ জেলা থেকে অন্তত ৬৭ জন নেতা–কর্মীকে বহিষ্কার করছে দলটি। এর মধ্যে যুবদলের ৫০ জন, ছাত্রদলের ১০ জন, বিএনপির ৬ জন ও স্বেচ্ছাসেবক দলের একজন রয়েছেন। এ ছাড়া তিন জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৪২ নেতা–কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us