বাইক চালানোর সময় হঠাৎ দেখা যায় বাইকের ইঞ্জিন গরম হয়ে যায়। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া বাইকের কর্মক্ষমতা নষ্ট করতে পারে। বিভিন্ন কারণে বাইকের ইঞ্জিন গরম হতে পারে। সমস্যা সমাধানের আগে সমস্যা কেন হচ্ছে তা খুঁজে বের করা জরুরি।
বাইকের ইঞ্জিন নানান কারণে গরম হয়ে যেতে পারে। কুলিং সিস্টেম (যেমন কুল্যান্ট বা ফ্যান) ঠিকমতো কাজ না করলে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। কম তেলের স্তর ইঞ্জিনের অংশগুলির মধ্যে ঘর্ষণ বাড়াতে পারে, যা তাপ উৎপন্ন করে।