অর্থনীতিবিদরা মনে করছেন—নতুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের অগ্রাধিকার হওয়া উচিত প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কার্যকর করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি-রপ্তানি, জিডিপি ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলোর সঠিক তথ্য তুলে ধরা।
তারা আরও মনে করেছেন যে অর্থ উপদেষ্টাকে অবশ্যই প্রধান প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার পাশাপাশি সঠিক অর্থনৈতিক নীতি প্রণয়নের দিকেও মনোযোগ দিতে হবে।
তবে দ্রুত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন তারা।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পালানোর পর দেশে বিশৃঙ্খলা দেখা দেয়।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট শপথ নেন। ড. সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।