ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরুটা এক অর্থে হয়েই গেল গতকাল (শনিবার) রাতে। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ের লক্ষ্যে। নাটকীয় সেই ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে নিশ্চিত করেছে এবারের মৌসুমে নিজেদের প্রথম শিরোপা।
ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে ঘরোয়া কাপ চ্যাম্পিয়ন এবং লিগ চ্যাম্পিয়নদের মাঝে বিশেষ প্রতিযোগিতার রীতি আছে। সেটাই মূলত মৌসুমের উদ্বোধনী সূচি হিসেবে বিবেচিত হয়। ইংল্যান্ডে যা কমিউনিটি শিল্ড, জার্মানিতে তা পরিচিত সুপার কাপ নামে। স্পেনে সুপারকোপা দা স্পানা নামে পরিচিত সেই প্রতিযোগিতা অবশ্য এখন রূপ বদলেছে।