অলিম্পিক গেমসে পুরুষদের বাস্কেটবল মানেই যেন যুক্তরাষ্ট্রের সোনা। প্যারিসেও আমেরিকানদের গলায়ই উঠেছে স্বর্ণ পদক। ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে তারা ৯৮-৮৭ পয়েন্টে। এ নিয়ে টানা পাঁচ অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দল।
পুরুষদের বাস্কেটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও উঁচুতে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্যারিসে জেতা তাদের সোনা অলিম্পিকে ১৭তম। এই ইভেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণ পদক পেয়েছে সোভিয়েত ইউনিয়ন। সংখ্যাটা যদিও মাত্র ২।
লেব্রন জেমস, কেভিন ডুরান্ট, স্টিফেন কারির মতো তারকাদের নিয়ে গড়া বর্তমান যুক্তরাষ্ট্র দল। এনবিএ অলস্টারসের ১১ জন খেলোয়াড় তাদের দলে। শনিবার ঘরের মাঠের ফাইনালে তবুও ফ্রান্স লড়ে গিয়েছে। ম্যাচের শেষদিকে কয়েকটি থ্রি-পয়েন্টার এনে দিয়ে পার্থক্য গড়ে দেন কারি।