ছেলের জন্মদিনে কার অভাবে পুড়ছেন পরীমনি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪, ১৮:০৪

জীবনের নির্মম বাস্তবতায় পরীমনি আজ একাকী মা। ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানকে বড় করে তোলা কতটা কঠিন, সে কেবল এই মায়েরাই জানেন। আজ তার প্রথম ছেলে রাজ্যর জন্মদিন। এই তো সেদিন জন্মালো সে, দুবছর পার করে তৃতীয় বছরে পা রাখল শিশুটি। ছেলের জন্মদিনে একজনের অভাবে ভীষণ পুড়ছেন পরীমনি।


পরীমনির ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। মা তাকে পূণ্য বলেও ডাকেন। তার জন্মের আগে অভিনেত্রীর জীবনের একমাত্র অবলম্বন ছিলেন তার নানা শামসুল হক গাজী। জীবনের আনন্দ-বেদনায় নানা ছিলেন তার সঙ্গী। জন্মদিন উদযাপন কিংবা কারাগার, যেখানেই গেছেন, সেখানেই বয়বৃদ্ধ নানা ছিলেন তার ছায়াসঙ্গী হয়ে। গত নভেম্বরে তিনি চলে যাওয়ার পর একা হয়ে গেছেন পরীমনি। তবে সন্তানের জন্মের পর ধীরে ধীরে সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছেন পরীমনি। আজ তার জন্মদিনে প্রিয় নানার অভাব ভীষণ পোড়াচ্ছে পরীমনিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us