রাষ্ট্রীয় সম্পদ আসলে জনগণের সম্পদ। তাই কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি মানে দেশেরই ক্ষতি। দেশের সম্পদ রক্ষায় আইনও আছে নানা রকম। আসুন জেনে নেওয়া যাক, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে কী ধরনের শাস্তি হতে পারে।
আইনে কী বলা আছে
কোনো সরকারি সম্পদের ক্ষতি করলে দণ্ডবিধিতে এ জন্য শাস্তির বিধান আছে। দণ্ডবিধির ৪৩১ থেকে ৪৩৮ পর্যন্ত ধারাগুলোয় রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের শাস্তির কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি সড়ক, সেতু, নদী ও খাল এমনভাবে কোনো অনিষ্ট করে যে কারণে যোগযোগব্যবস্থা বিঘ্নিত হয়, ভ্রমণ কিংবা পারাপারের জন্য কম নিরাপদ হয় বা হতে পারে, তাহলে সেটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধে পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হবে।