রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ব্যবসায়ীদের জন্য ভালো সময়। বিশ্ব ধ্বংস হতে পারে তবে জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না। একজন গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। দুর্ঘটনার সম্ভাবনা যথেষ্ট। চলাচলে সাবধানতা অবলম্বন করা ভালো। সপ্তাহের মাঝদিকে যদি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে উদ্যোমশীল থাকতে হবে। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।