শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ারবাজার যেন প্রত্যাশার ‘বারুদ’ ছড়াচ্ছে। তাতেই হু হু করে বাড়ছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। মূল্যসূচকে হচ্ছে উল্লম্ফন। লেনদেনও বাড়ছে তরতরিয়ে। মাত্র তিনদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে গেছে। দুইশ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন ১ হাজার ৬শ কোটি টাকা ছাড়িয়েছে।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে দেশের শেয়ারবাজারে সুশাসন ছিল না। নিয়ন্ত্রক সংস্থা নানাভাবে বাজারে অযাচিত হস্তক্ষেপ করেছে। তাতে আরও বেড়েছে বাজারের সংকট। একই সঙ্গে একের পর এক দুর্বল কোম্পানি তালিকাভুক্ত করা হয়েছে। এখন সরকার পতনের পর সবকিছু নতুন করে সাজানো হচ্ছে। তাতে শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে এবং বাজার ভালো হবে সেই প্রত্যাশা বিনিয়োগকারীদের মনে জেগেছে। তারই প্রতিফলন এখন বাজারে।