বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত একের পর এক ছবি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এবার মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ছবি ‘খেল খেল মে’। এই ছবির প্রচারণার কাজে চূড়ান্ত ব্যস্ত তিনি। আর তারই মধ্যে মুম্বাইয়ের প্রসিদ্ধ হাজি আলি দরগায় গিয়েছিলেন তিনি। দরগা মেরামতের জন্য কিছু অর্থও দান করেছেন অক্ষয়।
অক্ষয় কুমারের দানের কথা আগেও শোনা গিয়েছিল। কিছুদিন আগেই তিনি এক ‘লংগার’ সেবার আয়োজন করেছিলেন। এদিন তিনি নিজের হাতে খাবার পরিবেশন করে খাইয়েছিলেন।