গণভবনের সেই জার্মান শেফার্ডের কী হলো?

প্রথম আলো প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ২০:৩৯

গণভবনের একটি জার্মান শেফার্ড প্রজাতির কুকুরকে নিয়ে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে চর্চা। কুকুরটি উদ্ধার করে নিজের কাছে রাখেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’–এর মুকুটজয়ী শাম্মী ইসলাম নীলা। কুকুরটির বর্তমান অবস্থা নিয়ে কথা হলো এই তরুণীর সঙ্গে।


প্রথম আলো: কুকুরটিকে কীভাবে পেলেন?


আগেই ফেসবুকে কুকুরটির ছবি দেখেছিলাম। অনেকে খোঁজ জানতে চাইছিলেন যে কুকুরটি কেমন আছে। আমিও ওকে নিয়ে ভাবনায় ছিলাম। এমন সময় একটা ছেলে আমাকে জানায় যে একটা বাড়ির সামনে ও কুকুরটিকে দেখেছে। অবস্থা বেশি ভালো নয়। যিনি গণভবন থেকে নিয়েছিলেন, তিনি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারেননি।



প্রথম আলো : পরে ছেলেটি কুকুরটিকে উদ্ধার করে আপনার কাছে দেয়?


হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে ওকে পশু হাসপাতালে নিয়ে যাই। তখন কর্তব্যরত চিকিৎসক জানান যে ও জার্মান শেফার্ড প্রজাতির। দাঁত দেখে বলেন যে বয়স ৮ থেকে ১০ বছর হবে। ওজন ৪৪ কেজি। ওই চিকিৎসকই জানান যে ওর ওপর জোরজবরদস্তি করা হয়েছিল। পেটানোও হয়েছিল। ও খুবই ভয়ে ছিল। হার্ট দুর্বল ছিল। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। রোগ প্রতিরোধক্ষমতাও কমে গেছে। অণ্ডকোষে, লেজে পোকা ধরেছিল। সেগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করা হয়েছে। উনি প্রাথমিক চিকিৎসা দেন। পরীক্ষা-নিরীক্ষা করে ইনজেকশন দেন আর ওষুধ লিখে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us