দরিদ্র ঘরের মেয়ে রোকেয়া। তার বাবা গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়, লোকে তাকে ডাকে ‘খলিল ফেরিওয়ালা’ বলে। রোকেয়ার মা নেই। বাবা আর দুই ভাই বোন-ই তার সব। টিউশনি করে যতটা সম্ভব সংসারে অবদান রাখে রোকেয়া। আর স্বপ্ন দেখে একটা সুন্দর ভবিষ্যতের।
তবে গ্রামের এক বখাটে সব সময় পথেঘাটে রোকেয়াকে বিরক্ত করে। একসময় বাবাকে হারায় রোকেয়া। বাবার মৃত্যুর পর বখাটের উৎপাত আরও বেড়ে যায়। তবে সব প্রতিকূলতার সঙ্গে লড়ে যায় রোকেয়া। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রোকেয়া’। নাটকটি লিখেছেন সায়েম খান, পরিচালনায় হেলাল উদ্দিন ফারহান। এতে নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন অলংকার চৌধুরী।