বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। গত বছর টেস্টে অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্ব দেওয়া শান মাসুদই থাকছেন অধিনায়কের দায়িত্বে। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিলকে।
পেসার শাহিন শাহ আফ্রিদির থাকা না–থাকা নিয়ে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত টেস্ট দলে আছেন তিনি। তবে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।