বড় ক্ষতি ব্যবসা–বাণিজ্যে

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৪, ১১:২৬

গত কয়েক দিনের সহিংসতায় দেশের ব্যবসা–বাণিজ্যের বড় ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ীরা। অর্থনীতিতে দীর্ঘ সময় ধরেই সংকট চলছিল। গত কয়েক সপ্তাহে চলা অস্থিরতা পরিস্থিতিকে আরও নাজুক করেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন ব্যবসা-বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা আগের অবস্থায় ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


বিশ্লেষকেরা মনে করেন, অর্থনীতিতে এখন দুই ধরনের চ্যালেঞ্জ আছে। একটি হলো সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দিয়ে ব্যবসা-বাণিজ্য সচল করা। অপরটি হলো অর্থনীতিতে থাকা সংকটগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া।


এক-দেড় বছর ধরে দেশের অর্থনীতির প্রায় সব সূচক খারাপ অবস্থায় চলে গেছে। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি, ক্ষয়িষ্ণু রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি আয়ে গতি কম, চাহিদা অনুসারে শুল্ক-কর আদায়—এসব সূচক অর্থনীতিকে ভোগাচ্ছে। রয়েছে কর্মসংস্থান তৈরি করা ও বিনিয়োগের ঘাটতি। লম্বা সময় ধরে সার্বিক মূল্যস্ফীতি দুই অঙ্কের কাছাকাছি রয়েছে। ফলে সাধারণ ও নির্দিষ্ট আয়ের মানুষকে জীবন চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us