নওগাঁ: নওগাঁয় আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ে পৃথক হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৩ আগস্ট) সকাল থেকে এসব ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, সকালে পার্টি অফিসের সাত তলায় আওয়ামী লীগের যৌথ সভা চলছিল। সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতা-কর্মীরা জানতে পারেন, ছাত্র আন্দোলনকারীদের একটি মিছিল শহরের কাজির মোড় থেকে বের হয়ে শরিষাহাটির মোড় অভিমুখে আসছে। কিছু সময় পরে মিছিলটি পার্টি অফিস অতিক্রম করা সময় হঠাৎ হামলা শুরু করে। হামলাকারীরা পার্টি অফিসের গেট, থাই গ্লাস ও বাইরে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। টের পেয়ে নেতা-কর্মীরা নিচে নেমে তাদের ধাওয়া দিলে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে তারা পালিয়ে যায়। এতে ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ আটজন নেতা-কর্মী আহত হন। বর্তমানে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।