বৃষ্টি উপেক্ষা করে নানা প্রতিবাদী স্লোগানে চাঁদপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও আব্দুল করিম পাটওয়ারী সড়ক হয়ে একই স্থানে এসে শেষ করেন।
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা 'দিনে করে নাটক, রাতে করে আটক, 'আমার খাও, আমার পর, আমাকেই গুলি কর' 'তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও' 'আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন, জবাব চাই, জবাব চাই, ইত্যাদি বলে স্লোগান দেয়।