রাজশাহীতে মিছিল থেকে প্রথম আলোর আলোকচিত্রীসহ ৩ সাংবাদিকের ওপর হামলা

প্রথম আলো প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ১৭:৩১

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে প্রথম আলোর রাজশাহীর আলোকচিত্রী শহীদুল ইসলামসহ তিন সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আলোকচিত্রীর ক্যামেরা কেড়ে নিয়ে ছবি মুছতে বাধ্য করা হয়। আজ শনিবার দুপুরে নগরের কামারুজ্জামান চত্বরে রেলগেটে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেলা ১১টার দিকে মিছিল বের করা হয়। বেলা একটার দিকে মিছিলটি নগরের কামারুজ্জামান চত্বরে আসে। চত্বরের পাশে রেলগেটের ওপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন আলোকচিত্রী শহীদুল ইসলাম। তখন মিছিল থেকে কয়েকজন এসে তাঁকে ঘিরে ধরে ‘ছবি ডিলিট কর, ক্যামেরা দে’ বলতে থাকেন। শহিদুল ইসলাম তখন ছবি মুছতে গেলে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। মাথায় হেলমেট থাকায় তিনি রক্ষা পান। এরপর তাঁর হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে মেমোরি কার্ড খুলে ফেলেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ক্যামেরা নিয়ে তাঁরা ভিড়ের মধ্যে চলে যান। পরে আন্দোলনকারীদের মধ্যে পরিচিত একজনের মাধ্যমে ক্যামেরা উদ্ধার করেন শহীদুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us