বাংলাদেশ ব্যাংকের রপ্তানি তথ্য সংশোধনের পর চলমান অস্থিরতা ও কারফিউয়ের কারণে দেশের রপ্তানি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। গত অর্থবছরে প্রায় সব বড় খাতের রপ্তানি কমেছে।
রিজার্ভ কমা ঠেকাতে ডলারের ভীষণ প্রয়োজন। গত ৩১ জুলাইয়ে রিজার্ভ ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে।
সরকারি চাকরির কোটা সংস্কারের প্রতিবাদে গত ১৫ জুলাই থেকে শুরু হওয়া বিক্ষোভে কমপক্ষে ২০৪ জন নিহত ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ জুলাই কারফিউ দেয় সরকার। শিথিল কারফিউয়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিস চললেও অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো স্বাভাবিক হয়নি।