জনগণই শেষ কথা

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৯

ক্ষমতার সমবণ্টন কথাটি বাংলাদেশের রাজনীতিতে কখনো সেভাবে কেউ ভাবেনি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক— সব ক্ষেত্রেই কথাটা সমান সত্যি। ক্ষমতার দলবদল হয় বটে, কিন্তু শাসকদের জাতিগত ও শ্রেণিগত চরিত্র বা চেহারার আমূল পরিবর্তন হয় না।


তাই একটা পর্যায়ে গিয়ে জনগণের সাথে যে বিশাল ফারাক সৃষ্টি হয় শাসকরা তা ক্ষমতায় থাকতে বুঝতে পারেন না। ক্ষমতার রাজনীতি আসলে স্থিতাবস্থাটুকু বজায় রেখে চলে, তা সেই রাজনীতি আর যে রঙেরই হোক না কেন।


এই স্থিতাবস্থার রাজনীতি আজকের নয়। অনাদিকাল থেকেই চলে আসছে। ক্ষমতার প্রতি আসক্তির মূলেই রয়েছে নিয়ন্ত্রণপ্রীতি। জনতা স্বয়ংক্রিয় হয়ে উঠলে তড়িঘড়ি করে নিয়ন্ত্রণ আরোপ ছাড়া উপায় থাকে না। শাসকের হাতের কাছে থাকে যে চক্রটি তারা তাকে কেন্দ্র করে ব্যবসা করে, সুবিধা নেয়, পদ নেয়, পদবি নেয় কিন্তু যুক্তিযুক্ত সদুপোদেশ দেয় না।


গণতান্ত্রিক ব্যবস্থার নামে রাজনৈতিক চর্চার চাইতে বেশি চলে অর্থের চর্চা। শাসক দলকে যারা এই ইন্ধন প্রদান করে সেই পুঁজিবাদী ও প্রভাবশালী জাতি এবং শ্রেণি যারা শাসকের অসময়কালে চলে যায় ধরাছোঁয়ার বাইরে। এদের একমাত্র লক্ষ্য হলো সুযোগ, সুবিধা ও ক্ষমতার একতরফা কেন্দ্রীকরণ। এদের মধ্যে সাংবাদিক আছে, শিক্ষক আছে, লেখক কবি আছে, আছে আমলা এবং অতি অবশ্যই লুটেরা ব্যবসায়ী আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us