কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের ওপর হামলা ও মারধরের ঘটনা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন কয়েকজন শিল্পী। সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কথা বলতে দেখা গেছে তারকাদের। এমনকি রাজপথে নামতেও দেখা গেছে তাদের। এ তালিকায় অন্য সব তারকাদের মতো রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।
এ অভিনেতা কোটা আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদী পোস্ট দিচ্ছেন ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে। আন্দোলন নিয়ে কথাও বলছেন। এবার বৃহস্পতিবার (১ আগস্ট) ফেসবুকে তিনি লিখেছেন, ‘৫০ বছর আগের কথা ৫০ বছর আগের। ২০২৪-এর কথা ২০২৪ এ।’