কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৯-২১ জুলাই সবচেয়ে উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা। দিন-রাত দফায় দফায় সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে দুই পুলিশসহ ৩৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ চারজনকে পিটিয়ে হত্যা করা হয়। বাকি ২৯ জন কোটাবিরোধী আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত হয়েছেন।
এসব সংঘর্ষের ঘটনায় হওয়া ১৬টি মামলার এজাহার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। মামলার এজাহার অনুযায়ী, যাত্রাবাড়ী থানা পুলিশ মামলা করেছে ১৪টি। আসামিরা অজ্ঞাতপরিচয়। আর দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার বাদী হয়ে আলাদা দুটি মামলা করেছে। দুই মামলার একটিতে ১৭ জন অপরটিতে ১৬ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এজাহারনামীয় সব আসামি বিএনপির নেতাকর্মী।