বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মেয়েরা আগেই পেয়েছেন। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন। সম্প্রতি কলকাতা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের। সেই ধারাবাহিকতায় এবার ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসিতে খেলবেন বাংলাদেশের চার ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।
এ মাসেই প্রথমবারের মতো শুরু এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলছে ভুটানের ক্লাবটি। দলের শক্তি বাড়াতে তারা বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় চেয়েছে বাফুফের কাছে। বাফুফে তাতে রাজি হয়ে অনুমতি দিয়েছে। এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ ছিল বাংলাদেশের নারী লিগের চ্যাম্পিয়ন দলেরও। কিন্তু বাংলাদেশের নারী লিগ অপেশাদার, এই অজুহাত দিয়ে সুযোগটা নেয়নি বাফুফে।