সিলেটে গভীর রাতে মেসে তল্লাশি চালিয়ে চাকরিপ্রার্থীসহ তিন শিক্ষার্থীকে তুলে থানায় নিয়ে আসে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে থানা থেকে তাঁদের ছাড়িয়ে এনেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক। এদিকে বিকেলে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া দিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আজ বেলা আড়াইটার দিকে থানা থেকে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে আনা হয়। এর আগে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন নিহারীপাড়া এলাকার মেস থেকে তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ।