ইনস্টাগ্রাম ও ফেইসবুকের বিজ্ঞাপন বিক্রি বেড়েছে বসন্ত মৌসুমে। আর এতে বেড়েছে মূল মালিক কোম্পানি মেটার লাভ।
মেটা বলেছে জুনের আগের তিন মাসে কোম্পানির আয় বেড়েছে তিন হাজার ৯০০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ২২ শতাংশ বেশি। এর কারণ, বিজ্ঞাপনের জন্য আরও বেশি অর্থ নিচ্ছে কোম্পানিটি এবং এসব বিজ্ঞাপন আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পে প্রচুর বিনিয়োগের পরও কোম্পানির এক হাজার ৩৫০ কোটি ডলার লাভ হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।