ভ্রমণে যাওয়া বা ফেরার পথে এয়ারপোর্ট শপিং অনেকের কাছেই আকর্ষণীয় বিষয়। সারি সারি আকর্ষণীয় দোকানে বিভিন্ন ধরনের জিনিস দেখে নিজেকে ধরে রাখাটা বেশ কষ্টকর হয়ে ওঠে বিমানবন্দরে। এখানকার আউটলেটগুলোতে থাকে লোভনীয় ছাড়ের অফার। তবে একটু হিসাব কষলে বুঝতে পারা যায়, পণ্যগুলো আসলে বেশি দামেই কিনছেন ক্রেতারা। সচরাচর কেনা হয় এমন জিনিসগুলো বিমানবন্দর থেকে না কেনাই ভালো।
ইলেকট্রনিকস
হঠাৎ বিমানবন্দরে উপস্থিত হয়ে খেয়াল হতেই পারে, আপনি বাসায় ফেলে এসেছেন মোবাইল ফোন কিংবা অন্য কিছুর চার্জার কিংবা হেডফোন। বিমানবন্দর থেকে যেকোনো ধরনের ইলেকট্রনিক জিনিস না কেনাই ভালো। কারণ, স্বাভাবিক দামের চেয়ে এই পণ্যগুলোর দাম বিমানবন্দরে বেশি হয়ে থাকে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরে ইলেকট্রনিক পণ্যগুলো বাইরের তুলনায় ৩৪ শতাংশ বেশি দামে বিক্রি হয়।
খাবার ও পানীয়
বিমানবন্দর থেকে পানির বোতল বা অন্য কোনো পানীয় কেনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে খালি বোতল সঙ্গে রাখতে পারেন পানি ভরে নেওয়ার জন্য। পানির পাশাপাশি আকর্ষণীয় আর লোভনীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন। কারণ, সেই একই—বেশি দাম। এখানে আপনার সাধের একটি শিঙাড়ার দামও হতে পারে ৮০ থেকে ১০০ টাকা!