র‍্যাপার হান্নানের মুক্তির দাবিতে তারকারা

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৪:১৮

কোটা সংস্কার আন্দোলন নিয়ে গান তৈরি করা র‍্যাপার হান্নান হোসাইন শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে হান্নানের ব্যান্ড স্নেয়ার বিটের ফেসবুক পেজ থেকেও। সেখানে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ভুইগড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হান্নানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর শিল্পীর মুক্তির দাবি তুলেছেন শোবিজ তারকারা। গান করার দায়ে শিল্পীকে গ্রেপ্তারের নিন্দা জানানোর পাশাপাশি হান্নানের মুক্তির দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা।


নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লেখেন, ‘আওয়াজ উডা, বাংলাদেশ, গণহত্যার বিচার চাই! আওয়াজ উডা, বাংলাদেশ, পরিবর্তন চাই! আওয়াজ উডা বাংলাদেশ! আওয়াজ উডা গান গাওয়ার জন্য শিল্পীকে গ্রেপ্তার করল তারা। ঠিক আছে, এখন আমরা সবাই গাইছি, আওয়াজ উডা।’


নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘এভাবে কেউ কোনো দিন কণ্ঠরোধ করে সফল হয় নাই। ইতিহাসের শিক্ষা নিন, গায়ক হান্নানকে মুক্তি দিন।’


সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল প্রবর রিপন লিখেছেন, ‘গায়ককে বন্দী করা যায়, গানকে নয়, কেননা তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে হাওয়ায়। র‍্যাপার হান্নানের মুক্তি চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us