এক দশক আগে অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘জাতিস্মর’ সিনেমায় গান-সুরের মুন্সিয়ানা দেখিয়েছিলেন গায়ক কবীর সুমন। দশ বছর বাদে এই সংগীত শিল্পী যুক্ত হয়েছেন সৃজিতের নতুন সিনেমা ‘পদাতিক’ এর সঙ্গেও।
আনন্দবাজার লিখেছে, প্রখ্যাত পরিচালক মৃণাল সেনকে নিয়ে বানানো এ সিনেমায় সুমনের একটি গান ব্যবহার করতে চাইছিলেন সৃজিত। সেজন্য সুমনের সঙ্গে যোগাযোগও করেন। সুমন এই পরিচালকের অনুরোধ ফেলতে পারেননি।
সুমন বলেন, “সৃজিতের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। সেই জায়গা থেকে আমার গাওয়া, লেখা এবং সুর করা তার পছন্দের একটি গানের কথা আমাকে জানান এবং বলেন যে ওই গানটি তিনি ‘পদাতিক’ সিনেমার ব্যবহার করতে চান। আমি না বলিনি।”