ভেনেজুয়েলায় তীব্র বিতর্ক জন্ম দেওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে। দেশটিতে গতকাল বুধবার বন্ধ ছিল দোকানপাট ও গণপরিবহন। বিরোধী দলের আরও নেতা–কর্মীকে গ্রেপ্তারের গুজব শোনা যাচ্ছে। সহিংসতার কারণে ঘর থেকে বের হচ্ছেন না অনেকে।
২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন সমাজতন্ত্রী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত রোববার অনুষ্ঠিত ভোটে তাঁকে জয়ী ঘোষণা করে নির্বাচন পরিষদ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্বপালন করবেন তিনি। তবে বিরোধী নেতা–কর্মীরা বলছেন, ৯০ শতাংশ ভোটের হিসাবে দেখা গেছে, বিরোধীদলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া মাদুরোর চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন।