আর্থিক দিক দিয়ে ‘দুর্বল কোম্পানি জেনেও’ বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার কিনেছিল সোনালী ব্যাংক; রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের ৫০০ কোটি টাকার বিনিয়োগ এখন ঝুঁকিতে পড়েছে।
উচ্চ দরে শেয়ার কেনা বাবদই সোনালীর ক্ষতি হয়েছে ৪২৩ কোটি টাকার। আর শেয়ারের দর পড়ে যাওয়ায় এখন সোনালী আরও প্রায় ২৯৮ কোটি টাকা লোকসানে আছে।
এছাড়া ঋণের শর্ত পাল্টে প্রিমিয়ামসহ মোট বিনিয়োগের বদলে শুধু ফেইসভ্যালুর (অভিহিত দর ১০ টাকা) ওপর সুদ আরোপ করায় ব্যাংকের ক্ষতির অংক ১৭৩ কোটি টাকায় পৌঁছেছে।