ইরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হানিয়ার আকস্মিক এ হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর প্রশ্ন উঠেছে তার অবর্তমানে হামাসের হাল ধরবেন কে?
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে গিয়েছিলেন তিনি। সেখানেই নিজের আবাসস্থলে তিনি গুপ্তহত্যার শিকার হন। হামলায় হানিয়ার এক দেহরক্ষীও নিহত হয়েছেন।