বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসাবে খ্যাত রণবীর কাপুর ও আলিয়া ভাট। ব্যক্তিজীবন আর পেশাজীবন দুই জায়গাতেই একের পর এক সফলতা পাচ্ছেন তারা। ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাট আর রণবীর কাপুর যখন বিয়ে করেন, তখন তাদের দুজনের মোট সম্পদ ছিল ৪৮৫ কোটি রুপি। মাত্র দেড় বছরের ব্যবধানে ওই সম্পদের পরিমাণ যেখানে গিয়ে পৌঁছেছে, তা যে কারও চোখ কপালে ওঠার জন্য যথেষ্ট।
নিউইয়র্কভিত্তিক মাল্টিন্যাশনাল আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেলপসের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, ২০২১ সালের হিসাব অনুযায়ী, আলিয়ার যা সম্পত্তি রয়েছে, তার মূল্য ৫১৭ কোটি রুপি। অন্যদিকে, রণবীরের সম্পত্তির মূল্য ৩২২ কোটি রুপি। এ নবদম্পত্তির বাড়িগাড়ি মিলিয়ে মোট সম্পত্তিমূল্য ৮৩৯ কোটি রুপি। এ হিসাবে রণবীরের চেয়ে আলিয়া বেশ বড়লোক!