সাড়ে চার ঘণ্টা পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা নগরের কোতোয়ালি এলাকায় অবস্থিত আদালত প্রাঙ্গণ থেকে সরে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটক বদিউল আলম স্মারক ব্রিজের নিচে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ওই সময় নগর ও জেলার বিভিন্ন থানা এবং কারাগার থেকে কোনো আসামিকে আনা–নেওয়া করা যায়নি। তবে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল।