দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার (৪ আগস্ট) থেকে খুলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে।
আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।