গত এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। শুরুতে চুক্তিটা ছিল সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কাজে সন্তুষ্ট হওয়ায় তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চায় বিসিবি। কিন্তু পরে জানা গেল, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন মুশতাক। যে কারণে আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
তবে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, আগামী মাসে পাকিস্তান সফরে তাঁকে পাচ্ছে বাংলাদেশ। বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের জালাল ইউনুস এ নিয়ে বলেছেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ এভেইলেবল (পাওয়া যাবে)।’