মানুষের মুখের ভেতরের সাধারণ ধরনের একটি ব্যাকটেরিয়া নির্দিষ্ট ধরনের ক্যানসার কোষ ‘গলিয়ে’ ফেলতে বা ধ্বংস করতে পারে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা এনএইচএস পরিচালিত ট্রাস্ট গাইস অ্যান্ড সেন্ট টমাস এবং কিংস কলেজ লন্ডনের গবেষকেরা এমন দাবি করেছেন।
বিজ্ঞানীরা বলছেন, মানুষের মুখে পাওয়া সাধারণ ধরনের এ ব্যাকটেরিয়াটির নাম ফুসোব্যাকটেরিয়াম। তাঁরা গবেষণায় দেখেছেন, মাথা ও ঘাড় এলাকায় ক্যানসারে আক্রান্ত মানুষের মধ্যে যাদের ক্যানসার কোষে এ ধরনের ব্যাকটেরিয়া আছে, তাদের চিকিৎসায় তুলনামূলকভাবে ইতিবাচক সাড়া পাওয়া যায়।
গবেষক দলটি এখন এ যোগসূত্রের পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়াটি কাজ করছে, তা জানার চেষ্টা করছেন।